খুলশীতে হাবিব তাজকিরা’স সেলুনের যাত্রা শুরু

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

নারী ও পুরুষদের জনপ্রিয় সেলুন ব্র্যান্ড হাবিব তাজকিরা’সের চতুর্থ শাখার উদ্বোধন অনুষ্ঠান গত মঙ্গলবার নগরীর কনকর্ড খুলশী টাউন সেন্টারের নিচতলায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে সকল সেবার ওপর ৫০% ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে উপস্থিত ছিলেন হাবিব তাজকিরা’সের চেয়ারম্যান খুরশিদ জাহান। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিউটি সেলুন উদ্বোধন করেন খুরশিদ জাহান ও তাজকিরা তাজরিন। উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক ইয়াসির আরাফাত কচি, জহির উদ্দীন বাবর, জেসিআই চট্টগ্রামের সভাপতি শান শাহেদ, রফিকুল ইসলাম, ওবায়দুল কাদের রিয়াদ, রবিউল আলম বাধন, খলিল আহমেদ গেনিন, রফিকুল ইসলাম, আবুল হাসনাত সায়হান, মতিন মহি, তানভির হোসেনসহ মার্কেটের ব্যবসায়ীরা।
অতিথিরা জানান, খুলশী এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। খুলশীতে আন্তর্জাতিক মানের সেলুন পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে গ্রাহক সুবিধার মান অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন হাবিব তাজকিরা’সের কর্ণধার রুম্মান আহমেদ। তিনি জানান, এখানে পুরুষদের হেয়ার কাট, হেয়ার স্টাইল, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউরসহ সৌন্দর্য চর্চার সব ধরনের সেবা দেওয়া হবে। শাখায় সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত সব বয়সী পুরুষ ও শিশুদের সার্ভিস দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি ও প্রিমিয়ার ভার্সিটির চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধবৌদ্ধ সমিতি মহিলার সম্মাননা প্রদান ও সাংকৃতিক অনুষ্ঠান