৬ বছর পর র‌্যাংকিংয়ে দশের বাইরে কোহলি

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

ব্যাট হাতে বিরাট কোহলির সময়টা ভাল যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে ১১ এবং ২০ রান করার পর দীর্ঘ ৬ বছর পর ব্যাটারদের র‌্যাংকিংয়ের সেরা দশের বাইরে চলে গেলেন ভারতের সাবেক অধিনায়ক। কোহলির বর্তমান টেস্ট র‌্যাংকিংয়ে অবস্থান ১৩ নম্বরে। নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাংকিংয়ের শীর্ষে ধরে রেখেছেন জো রুট। এদিকে উন্নতি হয়েছে জনি বেয়ারেস্টোরও। তিনি ১১ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হলো টাইগারদের
পরবর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগ ২০ জুলাই শুরু