মৌলভী পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড মৌলভী পাড়া শেখ রাসেল স্মৃতি পরিষদ এর উদ্যোগে আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দীন সাবু, এস.এম.আনিস উদ্দিন, সাইফুল আলম রুবেল, মো. ফারুক, ইলিয়াস রনি, মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, ফয়সাল অভি, সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আশীষ সরকার নয়ন, ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদ, রাসেল মাহমুদ, মো. মামুন, কমল, মো. রাজু, মো. রাকিব, মৌলভী পাড়া শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আসিকুর রহমান সাজিদ, সাধারণ সম্পাদক ফয়সাল, সাংগঠনিক সম্পাদক দাউদ হোসেন সহ উত্তর আগ্রাবাদ ওয়ার্ড শেখ রাসেল স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হলো টাইগারদের