পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষিতে অঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জনকল্যাণ সমিতির সম্মুখস্থ মাঠে গত ৪ জুলাই শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘ ৩-১ গোলে গুয়াদন্ডী স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন জয় শীল (এডিসন) ও লিটন দে। এর আগে পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য বিপ্লব চক্রবর্ত্তী রিগ্যানের সভাপতিত্বে ও কনক চক্রবর্ত্তী পলাশের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিন ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ইনতিসার ইবনে সেলিম ফাহিম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ইউপি সদস্য অজিত দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ দে, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সিজান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিফ মাহমুদ, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক শেখ মিজানুর রহমান, সাব্বির হোসেন, আসিফ হোসেন, নাবিল কালাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইনতিসার ইবনে সেলিম ফাহিম বলেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।