সূচি চূড়ান্ত, এবার নির্বাচন নিয়ে সংলাপে ইসি

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ইভিএম নিয়ে মতবিনিময়ে ডেকেও সব রাজনৈতিক দলের সাড়া না পাওয়ার পর এবার নির্বাচন নিয়ে দলগুলোতে সংলাপে ডাকছে নির্বাচন কমিশন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি ১৭ জুলাই থেকে দুই সপ্তাহব্যাপী সংলাপ শুরু করতে যাচ্ছে। গতকাল বুধবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ৩৯টি নিবন্ধিত প্রতিটি দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বসবে কমিশন। ৩১ জুলাইয়ের মধ্যে শেষ হবে এ সংলাপ। কমিশন চায় সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক, এ লক্ষ্যে সংলাপে তাদের মতামতও দেবেন। খবর বিডিনিউজের।
ইভিএমের পর এটাকে ‘পলিটিক্যাল’ সংলাপ বলা হচ্ছে। এবার প্রতিদিন চারটি দলের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। ইসির অতিরিক্ত সচিব জানান, উন্মুক্ত আলোচনা হবে ৩৯টি দলের সঙ্গে। দলগুলোকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে, প্রতিটি দলের সর্বোচ্চ ১০ জনের প্রতিনিধিকে আসতে অনুরোধ করা হবে। আলোচ্যসূচির বিষয়ে তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয় নিয়ে এ সংলাপ। এ নিয়ে দলগুলো মতামত দেবেন। ইসির লক্ষ্য হচ্ছে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

পূর্ববর্তী নিবন্ধঅডিও ফাঁসের তদন্ত প্রতিবেদন জমা
পরবর্তী নিবন্ধ৭৮৬