জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদায়ন

চসিকের রাজস্ব বিভাগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দুই ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তাকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কর কর্মকর্তা (কর এবং লাইসেন্স) করার অভিযোগ উঠেছে। এরা হচ্ছেন মো. সেলিম উদ্দিন শিকদার এবং মুহাম্মদ ইয়াছিন। অথচ ইতোপূর্বে উপ-কর কর্মকর্তাদের পদোন্নতির জন্য চসিক যে তালিকা করে সেখানে তাদের চেয়ে জ্যেষ্ঠ চার কর্মকর্তা রয়েছেন।
চসিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সেলিম ও ইয়াছিনসহ রাজস্ব বিভাগের সাত কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়। এতে বদলিকৃত কর্মস্থলে সাত কর্মদিবসের মধ্যে যোগদান করতে বলা হয়। এ বিষয়ে জানার জন্য মো. নজরুল ইসলামের মোবাইলে গতকাল একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। অফিস আদেশের তথ্য অনুযায়ী, মো. সেলিম উদ্দিন শিকদার রাজস্ব সার্কেল-৮ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা (কর) পদে কর্মরত। তাকে পদায়ন করা হয় রাজস্ব সার্কেল-৩ এর কর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে। মুহাম্মদ ইয়াছিন রাজস্ব সার্কেল-৭ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা (কর) পদে কর্মরত। তাকে পদায়ন করা হয় একই সার্কেলের কর কর্মকর্তা (লাইসেন্স) পদে।
জানা গেছে, স্কেলধারী উপ-কর কর্মকর্তাদের কর কর্মকর্তা পদে পদায়নের জন্য ২০১৮ সালে ১৯ জনের একটি তালিকা প্রস্তুত করে চসিক। ওই তালিকা অনুসারে কর কর্মকর্তা পদে পদোন্নতির জন্য যোগ্য বর্তমানে চার উপ-কর কর্মকর্তা কর্মরত রয়েছেন। জ্যেষ্ঠতা অনুসারে তারা হচ্ছেন রাশেদুর রহমান, আবদুল মজিদ, উত্তম কুমার দাশ এবং দবীর আলম চৌধুরী।
একই অফিস আদেশে রাজস্ব সার্কেল-৫ এর ক্রোকী কর্মকর্তা গোলাম নবীকে রাজস্ব সার্কেল-৮ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা (কর) এবং রাজস্ব সার্কেল-৬ এর কর আদায়কারী আবদুল মন্নানকে ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা (কর) পদে পদায়ন করা হয়। এসব পদেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ আছে।
এছাড়া রাজস্ব সার্কেল-৩ এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনকে রাজস্ব সার্কেল-৭ এর একই পদে এবং রাজস্ব সার্কেল-২ এর উপ কর কর্মকর্তা (কর) জয় প্রকাশ সেনকে রাজস্ব সার্কেল-৭ এর একই পদে বদলি করা হয়। পাশাপাশি রাজস্ব সার্কেল-৭ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (লাইসেন্স ও কর) মো. শাহ আলমকে প্রধান কার্যালয়ের সংযুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসমাজ সংস্কৃতি রাজনীতিতে অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অভিভাবক
পরবর্তী নিবন্ধআলোকসজ্জা না করার আহ্বান প্রধানমন্ত্রীর