মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান মাসুদ রানা। এরপর ধার্য তারিখে আদালতে হাজির করার সময় পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান। দীর্ঘ চার বছর পর সেই মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাতে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি যোগী চাঁদ লেনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এসআই ও পালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সাগর ভদ্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের ১৭ জুলাই দুই সহযোগীসহ একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাসুদ রানা। একই বছরের ১৪ আগস্ট আদালতে হাজির করা হলে তিনি হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে খুঁজে না পাওয়ায় পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। কিন্তু আদালত সেটি গ্রহণ না করে অধিকতর তদন্ত করতে আমাদেরকে (গোয়েন্দা পুলিশ) নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী আমরা পালানোর মামলাটি তদন্ত করি। এর মধ্যে গত মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাটে অভিযান পরিচালনা করি এবং রানাকে গ্রেপ্তার করি।