খোকার ঈদুল আজহা

এম এ রহমান | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঈদ এসেছে ঈদ এসেছে
খোকা কিযে খুশি
বাবার সাথে হাটে যাবে
কিনবে গরু দেশি।

পাড়া-পড়শি,স্বজনদের ভাগ
খোকা দিবে বেটে
কোরমা-পোলাও গরুর মাংস
শেষে খাবে চেটে।

বলছে খোকা বাবা-মাকে
ঈদুল আজহার কথা
পরের দিনে ঘুরবে আবার
পাহাড়-নদী যেথা।

গরুর গায়ে লালশালু
আহমাদ কাউসার
লালশালু আর গলায় মালা
সাজছে গরু বেশ
পার্লার থেকে কাটা যেন
লম্বা লেজের কেশ।

রঙেঢঙে গরুগুলো
নাড়ছে মাথার শিং
নাদুস-নুদুস গরুগুলো
ভাবছে নিজে কিং।

নানা রঙের পোশাক পরা
গরুগুলোর গায়
মেজাজ চড়া গরুগুলি
চোখ রাঙিয়ে চায়।

পূর্ববর্তী নিবন্ধঈদের দিনে
পরবর্তী নিবন্ধকুরবানি