পুলিশের ডিএসপি হলেন শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

এবার পুলিশের ডিএসপি (উপ-পুলিশ সুপার) হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি। সোমবার সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির হবু জামাইকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে খাইবার পাখতুনখোয়া পুলিশ বিভাগ। তার সাম্মানিক পদ ডিএসপি।

পেশোয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহিন আফ্রিদিকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় তাকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় এবং তাকে ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

শাহিন আফ্রিদি নিজে খাইবার পাখতুনখোয়ার অধিবাসী। তার বাবাও ছিলেন পুলিশের কর্মকর্তা। তার ভাইও আছেন পুলিশ বিভাগে। এবার তালিকায় যোগ হলো তার নামও।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ে সফর সংক্ষিপ্ত হলো টাইগারদের
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের সমুদ্রযাত্রা নিয়ে বিসিবির ব্যাখ্যা