সাবেক ক্যারিবীয় ব্যাটার শিবনারায়ণ চন্দরপলকে মেয়েদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। তিনি মেয়েদের জাতীয় দলের পাশাপাশি কাজ করবেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল নিয়েও। ইউএসএ ক্রিকেট জানিয়েছে, চন্দরপল আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।
চুক্তিটা ২০২৩ সালের শেষ পর্যন্ত। এই সময়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের দল ২০২৩ সালের টি-টোয়েন্টি বাছাইয়ে খেলবে। পাশাপাশি অংশ নেবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের উদ্বোধনী আসরে। হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চন্দরপল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মেয়েদের জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’
২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের ওরলান্ডো ফ্লোরিডায় বসবাস করছেন চন্দরপল। তখন থেকে স্থানীয় ক্রিকেটের সঙ্গে ভালোভাবে যুক্ত। সদস্য হিসেবে রয়েছেন সারাসোটা আন্তর্জাতিক ক্রিকেট ক্লাবেরও।