আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আসছে শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান ‘সিসিমপুর’র বিশেষ তিন পর্ব ‘ঈদের খুশি ঈদের হাসি, সবাই মিলে পাশাপাশি’।
বিশেষ এই তিন পর্ব বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন প্রতিদিন বেলা ১টায়। আবেগীয় দক্ষতা ও নিজের যত্ন, সূত্র ধরে অনুমান ও সিদ্ধান্তগ্রহণ, পর্যবেক্ষণ, সহযোগিতা ও ভাগাভাগি-এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ৩ পর্ব। খবর বাংলানিউজের।
সবারই অংশগ্রহণেই যে উৎসব আনন্দমুখর হয় এবারের পর্বগুলোতে আনন্দ আর বিনোদনের মাধ্যমে তারই গুরুত্ব তুলে ধরবে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, ইকরি, টুকটুকি, শিকু, মানিক-রতন আর বাহাদুর। এছাড়া প্রতিটি পর্বে একটি করে শিশুও অংশ নেবে।
যারা প্রত্যেকেই হালুম, ইকরি, টুকটুকি, শিকুর বন্ধু। এর বাইরে এবারের ঈদে বিটিভিতে প্রথমবারের মতো হতে যাওয়া শিশুদের ঈদ আনন্দমেলায়ও থাকছে সিসিমপুর। অনুষ্ঠানটিতে থাকবে সিসিমপুরের ইকরি, হালুম, শিকুদের বিশেষ পরিবেশনা।