৭ জুলাই মা ও শিশু হাসপাতালে বৈজ্ঞানিক সম্মেলন

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আগামী ৭ জুলাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনকোলজি এবং হেমাটোলজি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি ডা. প্রফেসর এম এ তাহের খান, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসাইন, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, ডা. শেফাতুজ্জাহান, ডা. রেশমা আক্তার।

এতে জানানো হয়, হাসপাতালে ক্যান্সার ইনস্টিটিউটের কাজ চলছে এবং আগামী বছরের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে ক্যানসার ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হবে। তাই পুরো ইনস্টিটিউট চালানো এবং তত্ত্বাবধানের জন্য এই বৈজ্ঞানিক সম্মেলন করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে পুরো চট্টগ্রামবাসীকে জানাতে চাই ক্যান্সার চিকিৎসার জন্য আর চট্টগ্রামের বাইরে যেতে হবে না। সম্মেলনে বক্তারা বলেন, ক্যান্সার ইনস্টিটিউট ১০০ শয্যা বিশিষ্ট এবং প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬ হাজারের বেশি ক্যান্সারের রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শুধুমাত্র ক্যানসারের চিকিৎসা নয় ক্যান্সার রিসার্চ নিয়েও কাজ করা হচ্ছে। গত ২০২১ সালে আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগে মোট আউটডোর রোগীর সংখ্যা ছিল ১৫৩৬ জন। ভর্তি রোগী ছিলো ৫৪৬ জন এবং কেমোথেরাপি পেয়েছে মোট ১৪৮৬ জন। হেমোটোলজি বিভাগে মোট আউটডোর রোগী ছিলো ২০৯৮ জন, ভর্তি রোগী ছিলো ২৫০ জন এবং ডে কেয়ার সার্ভিস পেয়েছে ১৩৪৫ জন।

আমাদের ইনস্টিটিউটে রেডিওথেরাপি, কেমথেরাপি, প্যালিয়েটিভ কেয়ার, পেডিয়াট্রিক অনকোলজি, হেমাটোলজি, অ্যাডাল্ট অনকোলজি সহ সকল বিভাগ বর্তমান থাকবে এবং তার সাথে নিউক্লিয়ার মেডিসিনের সবকিছু থাকবে এবং সেই সাথে নিউক্লিয়ার মেডিসিন ইনভেস্টিগেশনের সবকিছু থাকবে। সংবাদ সম্মেলনে ১২০ কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রামবাসীর সহায়তা ও সহযোগিতা কামনা করা হয়েছে। এতে জানানো হয় ক্যান্সার ইনস্টিটিউটের জন্য ভূমিমন্ত্রী ইউসিবি ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন। এছাড়া ক্যান্সার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাবেক লায়ন গভর্নর রূপম কিশোর বড়ুয়া এবং আবুল হোসেন এই প্রকল্পে এক কোটি টাকা করে অনুদান দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক খালেদ ছিলেন নীতি ও আদর্শের পথিকৃৎ
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ও নজরুল আমাদের চেতনার বাতিঘর