ফটিকছড়ির আব্দুল্লাহপুরে ধাতুচৈত্য বৌদ্ধ বিহার থেকে থুইচিংমং মারমা (১০) নামে এক শ্রামণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ধর্মীয় নাম উপানন্দ শ্রামণ। তার বাড়ি রাঙ্গামাটির কাউখালি উপজেলায়। গতকাল মঙ্গলবার সকালে বিহারের একটি কক্ষ থেকে থুইচিংমংয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আব্দুল্লাপুর ধাতুচৈত্য বিহারের অধ্যক্ষ সুমনাতিষ্য মহাস্থবিরকে এনিয়ে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে জানানো হবে বলে ফোন কেটে দেন। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, আবদুল্লাহপুর ধাতুচৈত্য বৌদ্ধ বিহার থেকে এক উপজাতি শ্রামণের ঝুলন্ত লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।