অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৭শ পরিবারের মাঝে চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত রোববার ইউপি কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারে সরকারিভাবে ১৪০ পরিবার, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৫৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সওদাগর, পরিষদের সচিব শোখন ভৌমিক, ইউপি সদস্য হারুনুর রশিদ, খুরশিদ আলম, জসিম উদ্দিন, মো. আলাউদ্দিন, খোরশেদ আলম, মো. জামাল উদ্দিন প্রমুখ।