সম্প্রীতির বৈঠক খানার সবারে করি আহ্বান

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত ২৮ জুন অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রীতির বৈঠক খানা আয়োজিত অনুষ্ঠান ‘সবারে করি আহ্বান’। স্বাগত বক্তব্য দেন, নৃত্যব্যক্তিত্ব মানসী দাশ তালুকদার। সঞ্চানায় ছিলেন, আবৃত্তিশিল্পী শান্তুনু মিত্র এবং সুবর্ণা চৌধুরী। সবারে করি আহ্বান গানের সুরে শুরু হয় অনুষ্ঠান। গাননাচআবৃত্তির ও উপস্থাপনার ফাঁকে ফাঁকে কথামালায় অংশ নেন, প্রফেসর রীতা দত্ত, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, শিল্পকলা একাডেমীর সেক্রেটারী নাট্যজন সাইফুল আলম বাবু ও ডা. বনানী চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শান্তনু মিত্র। নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন মানসী তালুকদার। সংগীত পরিবেশন করেন হাসি বিশ্বাস, জয় প্রকাশ দে ও অপু বর্মন।

হাসি বিশ্বাস রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, লালনেরসহ ১০টি গান করেন। অপু বর্মন নজরুল ও আধুনিক মিলে ৩টি গান করলেন। জয় প্রকাশ দে বেশকটি গান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা বেগম
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কোতোয়ালী থানা শাখার জরুরি সভা