‘এবং অবক্ষয়’

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

কাপ্তাই শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিক্ষামূলক নাটক ‘এবং অবক্ষয়’ গতকাল ৪ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে মঞ্চস্থ হয়। আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ার‌্যান মো. মফিজুল হক। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ। বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ঝুলন দত্ত, মৌটুসি খন্দকার এবং কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদিপ মজুমদার।

নাটকে অভিনয় করেন জামাল উদ্দীন জালালী, আব্দুল নোমান তুহিন, আনিছুর রহমান, উৎসব দাশ, অভিজিৎ সরকার, কামাল উদ্দিন মানিক, মনিরুল ইসলাম, ইয়াছির আরাফাত, একা দাশ, লিপি দাশ, আব্দুল হালিম, অনিমেষ ত্রিপুরা, অনিন্দ পাল, মরিয়ম আক্তার, অনির্বাণ দত্ত, জিৎ চৌধুরী, থিং উ মারমা, আনন্দ জয় তনচংগ্যা ও প্রতিক কুমার মল্লিক। সঙ্গীস পরিচালনায় ছিলেন ঝুলন দত্ত, নেপথ্য কণ্ঠে ছিলেন মো. রফিক ও জ্যাকলিন তনচংগ্যা। সঞ্চালনায় ছিলেন নুর মোহাম্মদ বাবু ও রওশন শরীফ তানি।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যরূপ একাডেমির বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধঈদে মিলন মাহমুদের ‘মনের মানুষ’