কোর্ট হিলে ফের উত্তেজনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

কোর্ট হিলের রাস্তায় গাইড ওয়ালের সংস্কার, ট্রেজারি অফিসের বিপরীতে রিটেইনিং ওয়াল নির্মাণ ও মাটি ভরাটকে কেন্দ্র করে ফের মুখোমুখি অবস্থানে জেলা আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন।
গতকাল সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসনের নির্মাণ শ্রমিক ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সাথে আইনজীবীদের কথা কাটাকাটিও হয়। জেলা প্রশাসন জানিয়েছে, গাইড ওয়াল সংস্কার ও রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। দুপুরের দিকে হঠাৎ তাদের বাধা দেয় আইনজীবী সমিতি। একপর্যায়ে তাদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয়া হয় বলে জেলা প্রশাসন উল্লেখ করেছে।
আইনজীবী সমিতি বলছে, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন নানা কাজ করছিল জেলা প্রশাসন। এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। সেই নির্দেশ অমান্য করে তারা এসব করছে। খবর পেয়ে আইনজীবী সমিতির পক্ষে আইনজীবীরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। এদিকে চলাচলের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন। তিনি বলেন, যেসব জায়গায় জেলা প্রশাসন কাজ করছে সেসব জায়গা চলাচলের পথ। সেখানে তারা নির্মাণ সামগ্রী রেখে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এসব চলাচলের পথগুলো দিয়ে আইনজীবীদের পাশাপাশি বিচারপ্রার্থী, এমনকি জেলা প্রশাসনের লোকজনও চলাফেরা করেন।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে বলেন, পাহাড় ধস ঠেকাতে উক্ত রিটেইনিং ওয়াল নির্মাণ ও সংস্কারে সংশ্লিষ্টদের পক্ষ থেকে সুপারিশ করা হয়। সে অনুযায়ী রিটেইনিং ওয়াল নির্মাণে কাজ শুরু করেছিল শ্রমিকরা। কিন্তু বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধএবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
পরবর্তী নিবন্ধশত বছরের পুকুর ভরাটে বাধা