গত ২ জুলাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রিকালে এক কালোবাজারিকে আটক করেছিল। তার পরের দিনই ৩ জুলাই রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ৯টি টিকিট কালোবাজারে বিক্রিকালে চট্টগ্রাম স্টেশনস্থ জিআরপি থানার পাশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ অফিসের রাস্তার উপর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ২ সদস্যকে আটক করেছে র্যাব। তারা উচ্চমূল্যে ১জন যাত্রীর নিকট টিকেট
বিক্রিয়ের সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-হাবিলদার মো. রবিউল হোসেন (৩৯)। তিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জেনারেল শাখায় কর্মরত। অপরদিকে সিপাহী মো. ইমরান হোসেন (২৭)। তিনিও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জেনারেল শাখায় কর্মরত। এসময় তাদের তল্লাশী করে তাদের নিকট থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ৯টি টিকেট এবং টিকেট বিক্রির মোট ১০ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট উচ্চমূল্যে বিক্রি করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।