সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে সংঘটিত অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনায় হতাহতদের মধ্যে অতি নিঃস্ব ২৫টি পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন। গতকাল শনিবার নগরীর লেডিস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে হতাহতদের স্বজনদের হাতে অনুদানের টাকা তুলে দেন অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন আতিক খান। এ সময় প্রাক্তন সংসদ সদস্য সাবিহা মুসা, সংগঠনের সম্পাদক হেমায়েত উদ্দিন ডেনিম, সহ-সভাপতি শহীদুল ইসলাম মামুন, চট্টগ্রাম লেডিজ ক্লাবের সভানেত্রী খালেদা আউয়াল, প্রাক্তন সভানেত্রী জিনাত আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত হতাহত পরিবারের সদস্যরা সেদিনের ঘটনার স্মৃতি চারণ করেন এবং নিজেদের নানারকম দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। উপস্থিত অনেকেই এখনো পর্যন্ত তাদের প্রিয়জনকে খুঁজে পাননি এবং অপেক্ষায় আছেন যদি মিরাকল কিছু ঘটে। হঠাৎ যদি ফিরে আসেন প্রিয়জনরা। এসময় কেউ হারানো সন্তান আর কেউ হারিয়ে ফেলা স্বামীর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠানে বক্তারা অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমুখী কার্যক্রম তুলে ধরেন এবং ফাউন্ডেশনের দাতা, শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান। ফাউন্ডেশনের সভাপতি আতিক খান জানান, গত ৬ বছর ধরে সংগঠনটি বন্যা, ঘূর্ণিঝড়, শীত, রমজান মাসসহ পুরো বছর জুড়েই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনাকালে প্রায় ২৫ হাজার মানুষকে এক সপ্তাহের খাদ্য সহায়তা দেয় সংগঠনটি। উনারা একটা ফ্রি টিউশন স্কুলও পরিচালনা করেন যার বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৫ জন।
সাম্প্রতিক বন্যায় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ, ফেষ্ণুগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৬ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। তাদের পরবর্তী ইভেন্টগুলো হল নেত্রকোনা এবং কুড়িগ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সিলেটে ১০০ পরিবারের জন্য গৃহ নির্মাণ আর পুনর্বাসনের কাজ।