চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল মিডল ও সিনিয়র শাখার বর্ষ সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল মিডল শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে রেক্টর, প্রেসিডেন্সি এডুকেশন ড. ইমাম হাসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চমেকের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই জ্ঞানের পথে যাত্রা করতে হবে, এর জন্য প্রয়োজন আমাদের নির্লোভ হওয়া এবং সামান্য জিনিসের মধ্যেও আত্মতুষ্টি খুঁজে নেওয়া। কেবল এগিয়ে থাকা শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের যত্নশীল হওয়া মেনে নেওয়া যায় না, তুলনামূলক পিছিয়ে থাকা শিক্ষার্থীদের উন্নয়নের দিকেও সজাগ দৃষ্টি দিতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সিনিয়র শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি বলেন, শিক্ষা মানে কেবল কিছু বই পড়া নয় জ্ঞান অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা শুধু নিজের জন্য পড়শুনা করবে না। তারা তাদের অর্জিত জ্ঞানকে প্রয়োগ করবে দেশ ও সমাজের কল্যাণে। অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনাল ৭ এর বিচারক ফেরদৌস আরা। তিনি বলেন, শিশুদের মধ্যে ঘুমিয়ে আছে ভবিষ্যতের প্রতিভাবানরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রেক্টর, প্রেসিডেন্সি এডুকেশন ড. ইমাম হাসান রেজা, মিডল স্কুল উপাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র স্কুল উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন। প্রেস বিজ্ঞপ্তি।