১০৪ তম লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কনভেনশন কানাডার মন্ট্রিলে বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশ লায়ন্সের নেতৃত্ব দিয়েছেন কাউন্সিল চেয়ারপার্সন (ইলেক্ট) লায়ন এস কে কামরুল, জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর ইলেক্ট লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, ১ম ভাইস জেলা গভর্নর ইলেক্ট লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
আন্তজার্তিক কনভেশনের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ব্রিয়ান শিহ্যান। তিনি বলেন, সবাই মিলে আমরাই পারি পৃথিবীটাকে পরিবর্তন করতে। পৃথিবীটাকে সাজাতে। আমাদের এই কাজ করতে হবে পরবর্তী প্রজন্মের জন্যে।
১০৪ তম লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কনভেনশনের মাধ্যমে সবাই লায়নিজমের সেবা, সৌহার্দ্য ও নেতৃত্বের বিষয়াবলী তুলে ধরেছেন বিশ্ব দরবারে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক এই কনভেনশনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন কাউন্সিল চেয়ারপার্সন (ইলেক্ট) লায়ন এস কে কামরুল। এবছর সংগঠনটির ১০৪ তম ইন্টারন্যাশনাল কনভেনশনের জমকালো আসর বসেছিল ২৪ থেকে-২৮ জুন কানাডার মন্ট্রিলে। সারা বিশ্বের ১৯১টি দেশের লায়ন সদস্যরা আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।