বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে বালক এবং বালিকা উভয় বিভাগে মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কোতোয়ালী থানা। অন্যদিকে উপজেলা পর্যায়ে বালক বিভাগে ফটিকছড়ি এবং বালিকা বিভাগে পটিয়া চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার এম এ আজিজ স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত মহানগর পর্যায়ের ফাইনাল খেলায় বালক বিভাগে কোতোয়ালী থানা ২-১ গোলে চান্দগাঁও থানাকে পরাজিত করে। বিজয়ী কোতোয়ালীর পক্ষে মো. মাহিনুল হক এবং মো. রিফাত ১টি করে গোল করেন। অন্যদিকে চান্দগাঁওয়ের পক্ষে গোল করেন মো. রায়হান হোসেন। বালকদের বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন মো. রিফাত এবং সেরা খেলোয়াড় হন মো. রায়হান হোসেন। বালিকা বিভাগে কোতোয়ালী ২-১ গোলে ডবলমুরিংকে পরাজিত করে। কোতোয়ালীর পক্ষে ফাহমিদা রেশমি এবং ইসফা আকতার ১টি করে গোল করেন। ডবলমুরিংয়ের পক্ষে গোল করেন মে যুই চিং মারমা। বালিকাদের বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন ইসফা আকতার এবং সেরা খেলোয়াড় হন ফাহমিদা রেশমি। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বালক বিভাগে ফটিকছড়ি ২-০ গোলে আনোয়ারাকে পরাজিত করে। ফটিকছড়ির পক্ষে নিশাদ মাহমুদ এবং তাসিফ উদ্দীন ১টি করে গোল করেন। বালিকদের বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন নিশাদ মাহমুদ এবং সেরা খেলোয়াড় হন মো. সাকিব। বালিকা বিভাগে পটিয়া ৪-০ গোলে সীতাকুন্ডকে পরাজিত করে। পটিয়ার পক্ষে সুবর্ণা চৌধুরী ২টি,ইয়াসমিন আকতার এবং নুসরাত জাহান আঁখি ১টি করে গোল করেন। বালিকাদের বিভাগে সর্বোচ্চ গোলদাতা হন সোমা সর্দার এবং সেরা খেলোয়াড় হন সুবর্ণা চৌধুরী। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। ডি.ডি.এল.জি. চট্টগ্রাম মো. বদিউল আলমের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মু. মাহমুদ উল্লাহ মারুফ, সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহা. আকতারুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ প্রমুখ।