খেলতে খেলতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:২৮ অপরাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে মোহাম্মদ আব্দুল্লাহ্(৩) নামের এক শিশু পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।

আজ শনিবার(২ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ্ গণ্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মোহাম্মদ জফির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের মোহাম্মদ জফির উদ্দিনের সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ্ পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির সামনের পুকুরে পানিতে পড়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খুঁজতে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাবরিনা শিশুটি মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারকে জেল হাজতে প্রেরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর পুকু‌রিয়ায় প্রতিপ‌ক্ষের হামলায় আহত ২