কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইয়ের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুই ভাইকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। গত বুধবার বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন। আদেশে অর্থ দন্ড অনাদায়ে আসামিদ্বয়কে আরও ১ বছরের করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হল চকরিয়া উপজেলা হারবাং এলাকার মৃত আহমদ ছফার ছেলে মহি উদ্দিন (৩০) ও নুরুল আলম (২৬)।

বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ২০১৮ সালের ১ মে টেকনাফে এক অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।

এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির আইনি প্রক্রিয়া শেষে বুধবার রায় প্রদান করা হয়।

মামলার রায় ঘোষণাকালে অভিযুক্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিল। তাদের সাজার মেয়াদ থেকে হাজতবাসের সময়টুকু বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাত জেলেকে জরিমানা, ১৬ বরফকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোন ফাইনাল সম্পন্ন