সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।
তিনি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। এ কারিগরকে লাঞ্ছিত করা মানে পুরো জাতিকেই লাঞ্ছিত করা। এই যে শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে, এগুলো কি শুধুই ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র তা খতিয়ে দেখতে হবে। এ সময় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ বলেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যে দেশ সৃষ্টি হওয়ার পেছনে ছাত্রদের ভূমিকাই সবচেয়ে মুখ্য।
তাহলে সেই দেশে বর্তমানে ছাত্র সমাজের কেন এত অধঃপতন? প্রশ্ন রইল। এছাড়া বক্তারা বলেন, শিক্ষকদের সাথে ঘটে যাওয়া এমন হিংস্র ঘটনার প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাত্রদেরকে হিংস্র করে তুলছে। আজকে ছাত্রনেতাদের ভাবা উচিত তারা তাদের কর্মীদের কী শিক্ষা দিচ্ছে। প্রশাসনেরও উচিত এইসব সমস্যার মূলে হাত দেওয়া। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষক হত্যার হেনস্তার পেছনে কোনো প্রকার রাজনৈতিক ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।