সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. সালাউদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় জসিম উদ্দিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বন্দর সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সালাউদ্দিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মদনহাট এলাকার আলহাজ্ব এনামুল হকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তি মোটরসাইকেল যোগে চট্টগ্রাম নগরীর বাণিজ্য মেলা থেকে ফিরছিলেন। এমন সময় ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড হয়ে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সালাউদ্দিন নিহত হন। সাথে থাকা সদ্য বিদেশ ফেরত জসিম উদ্দিন গুরুত্বর আহত হন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। নিহত আলাউদ্দিন শীপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এ ব্যাপারে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ সুসোভান চাকমা বলেন, ট্রাকের ধক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের মরদেহ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।