ফৌজদারহাটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. সালাউদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় জসিম উদ্দিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বন্দর সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সালাউদ্দিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মদনহাট এলাকার আলহাজ্ব এনামুল হকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তি মোটরসাইকেল যোগে চট্টগ্রাম নগরীর বাণিজ্য মেলা থেকে ফিরছিলেন। এমন সময় ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড হয়ে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সালাউদ্দিন নিহত হন। সাথে থাকা সদ্য বিদেশ ফেরত জসিম উদ্দিন গুরুত্বর আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। নিহত আলাউদ্দিন শীপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবসায়ী এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

এ ব্যাপারে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ সুসোভান চাকমা বলেন, ট্রাকের ধক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের মরদেহ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বাস্তবায়ন হচ্ছে এলজিইডির ১৪টি প্রকল্প
পরবর্তী নিবন্ধবিয়ের ২৫ দিন পর নিজ ঘরেই যুবকের ঝুলন্ত মরদেহ