চন্দনাইশে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের সুত্রধর পাড়ার মালিতা পুকুরপাড় এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সুত্রধর পাড়ার মালিতা পুকুরপাড় এলাকায় বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ বুধবার রাত সাড়ে ৩টার দিকে ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশ ডাকাত দলের ৪ সদস্যকে ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো কাঞ্চনাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ সামছু মেম্বার বাড়ির সামছুল আলম প্রকাশ ডাবল সামশুর পুত্র মো. সোহেল চৌধুরী বাপ্পি প্রকাশ রাফি (২৩), আবু ছিদ্দিকের পুত্র রিয়াদ হোসেন বাবু (১৯), একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্বাস নগর এলাকার আবু ছৈয়দের পুত্র মো. তারেক হাসান (২২) এবং দরপের বাপের বাড়ি এলাকার আবুল কাশেমের পুত্র ইমতিয়াজ মাহমুদ সিজান (১৯)। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃত ডাকাতদলের সদস্যদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ১টি করে তালা কাটার মেশিন, লোহার চাইনিজ কুড়াল, লোহার চাপাতি, কালো রংয়ের টর্চলাইট এবং ২টি কাঠের লাঠি উদ্ধার করে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এদিকে একই রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিয়মিত ও পরোয়ানাভুক্তসহ আরো ৫ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ শাহ ছুফি বাড়ির মৃত খুইল্যা মিয়ার পুত্র মো. বদিউল আলম টিপু (৪০), কুলালডেঙ্গা কোম্পানীর বাড়ি এলাকার মৃত ভেনীমাধব দাশের পুত্র রতন কান্তি দাশ (৪২), বরকল ইউনিয়নের উত্তর বরকল এলাকার আবদুর রহিম মিস্ত্রির পুত্র মো. সায়েম (২২), জোয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের তালুকদার বাড়ির মৃত কালা মিয়ার পুত্র পুলিশ আইনের ৩৪ ধারার আসামি মো. ডালিম (৪০), পূর্ব মোহাম্মদপুর বদি মেম্বার বাড়ির মৃত আবুল কাশেম লেদু মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম মনির (৪০)। গ্রেপ্তারকৃত ৫ আসামিকেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।