ছাত্র সংসদের পর এবার ছাত্রলীগের নতুন কমিটি

সরকারি সিটি কলেজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সরকারি সিটি কলেজ দিবা ও বৈকালিক শাখা ছাত্র সংসদের কমিটির পর এবার দিবা ও বৈকালিক শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে মহানগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সরকারি সিটি কলেজের দুই শাখার নতুন দুটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ কমিটির মেয়াদ তিনমাস। এতে সরকারি সিটি দিবা শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মো. আলী মিঠুকে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ২২ জনকে। তারা হলেন- অভি শীল, মো. সাইফুল্লাহ সাইফ, মোশারফ হোসেন ফয়সাল, শহিদুল ইসলাম বিজয়, জয়নাল আবেদীন, মো. আফসার, আয়মান আসওয়াফ শাহ চৌধুরী, মাঈনুদ্দিন হাসান ইমন, সাদমান সানজিদ ফাহিম, শাহরিয়ার কাইয়ুম ইরফান, মাইনুল হোসাইন রাব্বি, ফখরুল হাসান নয়ন, মেহেদী হাসান সনন, আবু মোহাম্মদ হোসাইন অভি, আরাফাত মহিউদ্দিন, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম সাগর, আকবর জুয়েল, ওয়াহেদ সাজ্জাদ জীবন, সৈয়দ সুলতান ফাহিম, মোহাম্মদ সজীব ও ফাহিমুল ইসলাম ইরফান। এছাড়া এই কমিটিতে আরও ১৬৭ জনকে সদস্য করা হয়েছে।

বৈকালিক শাখা ছাত্রলীগ : বৈকালিক শাখা ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে আশীষ সরকার নয়নকে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৯ জনকে। তারা হলেন- মো. ইমতিয়াজ অনিক, আকবর খান, মেহেদী হাসান শাকিল, সাইফুল ইসলাম, অংকন শীল, মোহাম্মদ আব্দুল্লাহ, মাঈন উদ্দিন হাসান, পলাশ চন্দ্র নাথ ও কাজী মো. সোহরাব উদ্দিন। কমিটিতে সদস্য করা হয়েছে ৭১ জনকে।

দিবা ও বৈকালিক শাখার কমিটিতে উল্লেখ করা হয়েছে, তথ্যগত ভুলের কারণে যদি কোনো অছাত্র, প্রাইভেট কোর্স বা সার্টিফিকেট কোর্সের কোনো শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়ে থাকে তবে তাদের পদ শূন্য বলে গণ্য হবে।

এদিকে মো. খালেকুজ্জামান খালেক (সিটি কলেজ), কফিল উদ্দীন (সিটি কলেজ), তোফায়েল আহমেদ মামুন (এমইএস কলেজ) এবং সরফুল আনাম জুয়েলকে (এমইএস কলেজ) নগর ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে দুই হাজারের উপরেই শনাক্ত, চট্টগ্রামে ৭০
পরবর্তী নিবন্ধনতুন অর্থবছরের বাজেট পাস