টেকনাফে তিন শীর্ষ ডাকাত গ্রেপ্তার, ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ৯:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ শাপলাপুরের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে হুরাইরা ডাকাত গ্রুপের প্রধান আবু হুরাইরাসহ তিন শীর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬টি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার(৩০ জুন) ভোররাত ১টার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তারা হলো টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৌলভী মকসুদুর রহমানের ছেলে আবু হুরাইরা মোহাম্মদ(২৬), একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম(২১) ও ঝুমপাড়ার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম(৩৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, ডাকাত আবু হুরাইরা এবং তার সহযোগীকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দারা তৎপরতা বাড়ায়। বিশেষ নজরদারির এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকার ঝাউবাগানের ভিতরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ জুন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ সময় ডাকাত সদস্যরা কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও কয়েকটি স্মার্টফোনসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এছাড়াও গত ১৮ জুন টেকনাফের হোয়াইক্যং-শাপলাপুর সড়কের শাপলাপুর ঢালার মুখে একদল সংঘবদ্ধ ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে। এই দুই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা টেকনাফে ভীতির সৃষ্টি করে। উক্ত ঘটনায় অজ্ঞাতদের আসামী করে টেকনাফ থানায় মামলা হয়।

এছাড়াও গত ২০-২১ জুন র‌্যাব-১৫ এর সদস্যরা ১৫ ঘণ্টার অভিযান চালিয়ে মো. সাকিল(২০), মো. আমান উল্লাহ(২৪), মো. আরাফাত(২৭), মো. সাকিব হাসান(২৪), মো. নুরুল আমীন(২৫) ও মো. আইয়েছ প্রকাশ আজিজ(২২)কে গ্রেফতার করেছিল।

জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই দুই ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ডাকাত চক্রের মূল হোতা আবু হুরাইরাসহ তার ডান হাত হিসাবে পরিচিত মোরশেদ ও নুরুল ইসলামের কথা জানায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে পাচারকালে উদ্ধার দুই বনরুই অবমুক্ত
পরবর্তী নিবন্ধসাতকানিয়া পৌরসভার সাড়ে ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা