আছে যুক্তি, আছে তর্ক। তবে যুক্তিবাদী মানুষকেই ভীষণ পছন্দ আমাদের আশপাশের সবার। আর হবে নাই-বা কেন বলুন? একজন পাবলিক স্পিকার-ই তো পারে তার কথায় মুগ্ধ করে শত শত মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে!
তরুণ প্রজন্মের কণ্ঠস্বর সবখানে ছড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ‘আন্তঃবিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ২০২২’।
গতকাল ২৯শে জুন বিকেলে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের স্ল্যাস ডিবেটিং সোসাইটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে চট্টগ্রামের ৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬২ জন প্রতিযোগী পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশ নেন। সেখান থেকে চূড়ান্ত পর্বের লড়াইয়ে অংশ নেন ১০ জন তার্কিক।
অনুষ্ঠানে তিন জন শিক্ষার্থীকে সেরা ঘোষণা করেন বিচারকরা। তারা হলেন- মো. ফখরুল ইসলাম রাব্বি (চ্যাম্পিয়ন), কেয়া চন্দ (প্রথম রানার আপ) এবং তূর্য বড়ুয়া (দ্বিতীয় রানার আপ)।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ পাবলিক স্পিকিং বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে হলে অনুশীলনের পাশাপাশি জ্ঞান অর্জনের ঝুলি সমৃদ্ধ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্ল্যাস ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর আশিকুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, দুই বিচারক তাজুল ইসলাম, ড. এস এম আকরামুল কবির, ক্লাবের সভাপতি শিক্ষার্থী ফাবিহা তাবাসসুম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রসঙ্গ: তরুণ নেতৃত্বের বিকাশে সিআইইউর স্ল্যাস ডিবেটিং সোসাইটি নিয়মিতভাবে বিতর্ক চর্চা, পাবলিক স্পিকিং বিষয়ক নানা ধরণের কর্মশালা এবং প্রতিযোগিতার আয়োজন করে আসছে।












