মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর কথা ছিল ১২ অগাস্ট। কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু হচ্ছে না। এবারের আসরের সম্ভাব্য ভেন্যু নেপালের পোখারা। তবে ভেন্যুর পরিবর্তনও হতে পারে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটির পরিবর্তনের কারণে পিছিয়ে যাচ্ছে আসরটি।

‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে।

তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’ ৬ দল নিয়ে আসরটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন হেলাল। ষষ্ঠ আসর সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। কদিন আগে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজও খেলেছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডিজ সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতির শুরু দেখছেন তাসকিন
পরবর্তী নিবন্ধসিসিএল বারকোড-রিটজি পুল টুর্নামেন্টে আয়াজ চ্যাম্পিয়ন