পদ্মা সেতুর উদ্বোধনে খুলশী ক্লাবে আনন্দ উৎসব

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে খুলশী ক্লাবে আনন্দ উৎসব গত মঙ্গলবার ক্লাবের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ এবং সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের ত্রাণ প্রদানের জন্য তহবিল গঠন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ উৎসব সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল ডা. এম এ করিম। উৎসবের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ পদ্মা সেতু প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আইপিপি আহমেদুল হক আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হোসাইন, অর্থ সম্পাদক মো. শওকত আলী তালুকদার, প্রিন্ট ও মিডিয়া সম্পাদক হাসান আকবর, স্বাস্থ্য সম্পাদক ডা. শংকর কুমার ঘোষ, ইসি সদস্য মো. শাহজালাল, মো. নাছির উদ্দিন ও ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের ত্রাণ প্রদানের জন্য সদস্যদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে প্রায় ১১ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়, যা দিয়ে ৮শ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠানের কার্যক্রমে গতি আনে ই-গভর্ন্যান্স
পরবর্তী নিবন্ধ৮ ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডসহ ভাইব্রেন্ট প্রেসিডেন্টের স্বীকৃতি