শিশুদের মাঝে জুনিয়র চেম্বারের শিক্ষা উপকরণ বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম ‘স্নেহের আলিঙ্গন’ কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মাঝে জ্ঞান বিকাশের সহযোগিতার হাত বাড়িয়েছে।
জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট শান সাহেদ শিশুদের উদ্দেশ্যে বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম তাই তাদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে জেসিআই সর্বদা সচেষ্ট। শিশুদের ভবিষ্যৎ বিকাশের লক্ষে যেকোনো সহযোগিতায় জেসিআই চট্টগ্রাম সর্বদা পাশে থাকবে।

এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে বিশেষভাবে সহযোগিতা করে চট্টগ্রামের চারুলতা বিদ্যাপীঠ। দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে চারুলতা বিদ্যাপীঠ সমাজের বিভিন্ন শ্রেণীর দরিদ্র, অবহেলিত, শিশুদের পাশে শিক্ষা প্রসারের হাত নিয়ে এগিয়ে আসছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট আশরাফ বান্টি, ভাইস প্রেসিডেন্ট আয়াজ ইসলাম, সেক্রেটারি জেনারেল ইসমাঈল মুন্না, ডিরেক্টর নাহিদ মঈন, জেনারেল মেম্বার রাহি মাহমুদ, ফারিয়া আকবর, আলী শিপন, নুজাত আঞ্জুম সিলভা, সাদাফ রহমান। এছাড়া উপস্থিত ছিলেন চারুলতা বিদ্যাপীঠের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনাজুরী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধমমতার আরবান প্রকল্পের প্রশিক্ষণ