সিলেট বন্যা দুর্গতদের পাশে ব্যবসায়ী ও সামর্থ্যবানদের দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে চাকতাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমানের হাতে নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গতকাল বুধবার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার, হাজী আবু বক্কর চৌধুরী, ফয়েজ উল্লাহ্ চৌধুরী বাহাদুর, সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, মো. সেলিম, এস এম দিদারুল আলম, হাজী মো. জসিম, মো. মারুফ চৌধুরী শামীম, হাজী আবুল বশর, মো. আবুল কাশেম, এইচ এম সেলিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











