পরিকল্পিত নগরায়ণে স্যানিটেশন কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে

ব্রিফিং অনুষ্ঠানে মেয়র

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ এর সাথে মিল রেখে চট্টগ্রাম নগরীকে সেনিটেশনের কার্যক্রমে অন্তর্ভূক্ত করতে হবে। নগরীর উন্নয়ন ও নগর পরিকল্পনা কোন বিচ্ছিন্ন বিষয় নয়। দেশের অর্থনীতি ও সামগ্রিক অবস্থা বিবেচনায় রেখেই নগর সাজানোর পরিকল্পনা নিতে হয়। পরিকল্পিত নগরায়নে সেনিটেশন কার্যক্রমকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। নগরবাসীর নিরাপত্তা ও সুস্থতার জন্য সেনিটেশন সম্পর্কে জনগনকে সচেতন করতে হবে। চসিকের সংরক্ষিত কাউন্সিলরদের উদ্যোগে নগরীর পাড়া, মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে সেনিটেশন সর্ম্পকে সচেতনতা সৃষ্টি করা গেলে এর সুফল পাওয়া যাবে।

গতকাল সকালে চসিকের বাটালী হিলস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ইউনিসেফের উদ্যোগে সেনিটেশন কার্যক্রমের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার মাধুরী ব্যাণার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আফরোজা কালাম, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, প্রফেসর ড. তানভীর আহমদ জাহেদ জুরী, ড. ইমাম হাসান, চসিক নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর।

এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, লুৎফুন্নেছা দোভাষ, জেসমিন পারভীন জেসী, ফেরদৌসী আকবর, জাহেদা বেগম পপি, আনজুমান আরা, হুরে আরা বিউটি, তসলিমা বেগম নুরজাহান, শাহীন আক্তার রোজী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।

মেয়র আরো বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া সেনিটেশন কার্যক্রমের সফলতা অর্জন করা সম্ভব নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেনিটেশন কার্যক্রম পরিচালনার জন্য আলাদা জনবল নেই। পরিচ্ছন্ন বিভাগের মাধ্যমে এই কাজ সম্পাদন করা হয়। প্রয়োজনে এই কার্যক্রমের জন্য আলাদা একটি সেল গঠন করা যায়। এ ব্যাপারে পরিচ্ছন্ন বিভাগকে আমি নির্দেশনা প্রদান করা হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সেনিটেশন সম্পর্কে অনেকের ধারণা না থাকার কারণে নিজের বাড়ি নির্মাণ করতে গিয়ে সেফটি ট্যাংক নালা বা খালের সাথে সংযুক্ত করে দেয়। সেফটি ট্যাংক পরিষ্কার করতে হয় এই ধারণাও অনেকের নেই।

এই জন্য সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এখন থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তর সমন্বিত পদক্ষেপ নিয়ে কাজ করলে সেনিটেশন কার্যক্রমের সফলতা আসবে বলে তিনি মতপ্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ১১ ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ডে মাজার ও মন্দির উন্নয়নে শিক্ষা উপমন্ত্রীর অনুদান