সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এমনকি বাংলাদেশি খাদ্য বিদেশেও রফতানি করা হয়। কৃষকের উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি উপকরণ সহায়তার জন্য ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৪৪ জন কৃষককে স্মার্টকার্ড দেওয়া হয়েছে।
সরকার কৃষকদের জন্য মাত্র ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ১১ মিলিয়নেরও বেশি কৃষক এখন এই ব্যাংক পরিষেবা গ্রহণ করছেন। কৃষকরা এখন কৃষিকাজের জন্য সুদমুক্ত ও স্বল্প সুদে ঋণ পাচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে এবং তাদের আগামী প্রজন্ম শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যেগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সহকারী কমিশনার মং চিংনু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান তারেক, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান তাপস দত্ত, চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, চেয়ারম্যান জসিম উদ্দিন, চেয়ারম্যান আনম সেলিম উদ্দীন, চেয়ারম্যান মির্জা আসলাম, নলুয়া ইউনিয়ন চেয়ারম্যান লেয়াকত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।