সকল জল্পনাকল্পনা আর আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গত ২৫ জুন উদ্বোধন করা হয় দক্ষিণাঞ্চল তথা সারা বাংলাদেশের মানুষের গর্ব ও সফলতার প্রতীক পদ্মা সেতু। কিন্তু দুঃখজনক বিষয়, প্রথম দিনই সেতুতে চলছে নিয়ম ভাঙার মহাউৎসব। সেতুতে প্রবেশ করার পর কেউ কেউ গাড়ি থামিয়ে তুলছেন ছবি আবার কেউ সেতুর ওপর দাঁড়িয়ে করছেন টিকটক ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ছে। এমনই একটা ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক করেছেন এক যুবক। সবচেয়ে দুঃখজনক গোটা বিশ্ব যেখানে বাংলাদেশকে বাহবা দিচ্ছে সেখানে ওই ব্যক্তি সেতুর ২ টি নাট খুলে সেতুর পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলছে।
আবার কাউকে দেখা যাচ্ছে সেতুর মাঝে প্রকৃতির ডাক সারানোর কাজ করছে। অথচ সেতু কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে সবাইকে বলা হয়েছে, পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু নিয়ন মানার ব্যাপারে সবাই উদাসীন।
যদিও প্রশাসন ইতিমধ্যে বিষয় টি নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু, দিন শেষে জনগণের সহায়তা ছাড়া কোনো পরিকল্পনাই সফল হবে না। তাই আমাদের সচেতন হতে হবে, মনে রাখতে হবে সেতুটি আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতির পাশাপাশি সফলতা ও গর্বের পথিক। এর সৌন্দর্য ও নান্দনিকতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। পাশাপাশি সেতু সংশ্লিষ্ট প্রশাসনকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী,
ফেনী সরকারি কলেজ।