লোহাগাড়ায় ইয়াবা পাচারকারী গ্রেফতার, কার জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ২:২৭ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার ২৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম(৩৬) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার(২৯ জুন) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম দিনাজপুর জেলা সদর থানার পুলহাট আউলিয়া পুর মসজিদ সংলগ্ন এলাকার মোজাম্মেল হকের পুত্র।

এসময় জব্দ করা হয় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাইভেটকারে ইয়াবা পাচার সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৫০ লাশ
পরবর্তী নিবন্ধ৫-১২ বছর বয়সীদের করোনা টিকা জুলাইয়ের শেষ সপ্তাহে