কাতার বিশ্বকাপে নিরাপত্তা সহায়তা দেবে ন্যাটো

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

ফুটবলের সবচেয়ে বড় আসর তথা বিশ্বকাপ ঘিরে সাজ সাজ রব কাতারে। আয়োজক দেশটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুটবল মহাযজ্ঞের সাক্ষী হতে দেশটিতে হাজির হবেন নানা দেশের লাখো মানুষ। এত মানুষের জন্য কাতারের মতো ছোট দেশের পক্ষে নিরাপত্তার ব্যবস্থা করা মোটেই সহজ কাজ নয়।

তাই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামরিক জোট ন্যাটো। ৩০ দেশের সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হুমকি মোকাবিলায় কাতার বিশ্বকাপের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ন্যাটো।

ন্যাটো জানিয়েছে, প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করবে ন্যাটোর সদস্যদেশ স্লোভাকিয়া এবং চেক রিপাবলিকে অবস্থিত ন্যাটোর যৌথ ডিফেন্স সেন্টার অব এক্সিলেন্স।

পূর্ববর্তী নিবন্ধপরাজয়ের সেঞ্চুরি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৮