মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫০ একর জমিতে যৌথ বিনিয়োগে বাংলাদেশে সর্বপ্রথম এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট তৈরির একটি জাপানি মানের শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে। এই লক্ষে গতকাল মঙ্গলবার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্টার এলাইড ভেঞ্চার লিমিটেড এবং জাপান মেটাল কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্মাক্ষর সম্পন্ন হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আগে চট্টগ্রাম চেম্বার, জেটরো ও জেবিসিসিআই’র যৌথ উদ্যোগে স্থাপিত সিসিসিআই-জাপান ডেস্ক পরিদর্শন করেন জাপানি বিনিয়োগকারীরা।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চিটাগাং চেম্বার জেটরো এবং জেবিসিসিআই’র সঙ্গে সমঝোতা স্বাক্ষরের পর থেকেই জাপান এবং বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ ও সহযোগিতা করে আসছে। এই নতুন যৌথ কোম্পানি আগামী এক বছরের মধ্যে শিল্পকারখানা চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুবুল আলম। জাপান মেটাল কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জুন মিজুতানী বলেন, আমি শুনেছি বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। বিশেষ করে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ যেভাবে উন্নয়নের অগ্রগতি ধরে রেখেছে তা আমাকে বিস্মিত করেছে। তাই এবার আমি নিজেই চট্টগ্রাম বন্দর এবং স্টার এলাইড ভেঞ্চার লিমিটেডের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের ৫০ একর জমি পরিদর্শন করে তাদের সাথে যৌথ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। স্টার এলাইড ভেঞ্চার লিমিটেডের পক্ষে চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, জাপান এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট সারা বিশ্বে রপ্তানি করে। তাদের গুণগতমান সারা বিশ্বে সমাদৃত। আমি মনে করি বাংলাদেশে জাপান মেটাল কোম্পানির সাথে যৌথ উদ্যোগে যে এ্যালুমিনিয়াম ইনগট এবং কপার ইনগট তৈরি করা হবে তা বাংলাদেশে বাজারজাত করার পাশাপাশি সারা বিশ্বে রপ্তানি করার সক্ষমতা রাখবে।
জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বলেন, জাপানের সাথে এই যৌথ বিনিয়োগের মধ্য দিয়ে দেশে নতুন শিল্প বিপ্লব হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের শ্রমিকরা দক্ষতা অর্জন করবে এবং বাংলাদেশের রপ্তানিতে নতুন ক্ষেত্র ও পণ্য যুক্ত হবে।
অনুষ্ঠানে স্টার এলাইড ভেঞ্চার লিমিটেডের পক্ষে চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ (নিটল নিলয় গ্রুপ), ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম (চট্টগ্রাম চেম্বার সভাপতি), পরিচালক নাদের খান (পেডরোলো এনকে লিমিটেড), ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলমের পক্ষে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল এবং জাপান মেটাল কোম্পানি লিমিটেডের পক্ষে প্রেসিডেন্ট জুন মিজুতানী, পরিচালক আনোয়ারজেব চৌধুরী ও পরিচালক মাসাকি ফুকুহারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন ও অঞ্জন শেখর দাশ, উইমেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক ডা. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।