বার্মা সাইফুলসহ আটক পাঁচ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১২:৫১ অপরাহ্ণ

সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গত রাত সোয়া ১২ টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃতদের মধ্যে বাকিরা হচ্ছে দেলোয়ার হোসেন (২১), মোহাম্মদ আবিদ(২০), মোঃ সাজ্জাদ(২০) ও মোঃ ইমরান(২৩)।

পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার পরিকল্পনায় অস্ত্রসহ সমবেত হওয়ায় বার্মা সাইফুলসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা ৫টি ছুরি জব্দ করা করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের ব্যস্ত শপিং সেন্টারে রুশ হামলা
পরবর্তী নিবন্ধসিলেটে বন্যার্তদের পাশে অ.লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু