মাদক সর্বগ্রাসী, সচেতন হোন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বক্তারা

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় চবি বঙ্গবন্ধু চত্বর থেকে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় চবি অনুষদসমূহের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক, অফিস প্রধান, অফিসার সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন : লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটানের জেলার জোন চেয়ারপার্সন ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। এর ফলে ধ্বংস হয় পরিবার ও সমাজ তথা সমগ্র দেশ। মাদক মুক্ত দেশ গড়তে হলে যুব সমাজকে মাদক সম্পর্কে সচেতন হতে হবে। ‘চট্টগ্রাম থেকে শুরু, সারা বাংলায় শেষ’ প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব মাদক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন ও লিও ক্লাবের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও লিফলেট বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল রোববার সকালে আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কের সামনে কসমোপলিটান ক্লাবের নব নির্বাচিত সভাপতি লায়ন এম এইচ শাহ বেলালের সভাপতিত্বে ও সচিব লায়ন ইঞ্জিনিয়ার মো. নাঈম সারওয়ার জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন লায়ন মুসা শিকদার, লায়ন রমজান আলী, লিও ক্লাব সভাপতি লিও অর্চি দাস, সচিব লিও প্রজ্ঞা, ট্রেজারার লিও নাইম, লিও শিহাব, লিও রাকিন, লিও ইয়াসিন, লিও আরাফাত, লিও ফয়সাল, লিও ইরফান, লিও শ্রেষ্ঠা, লিও শ্রেয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদক মুক্ত দেশ গড়তে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আর্ক : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সমাজের নানান শ্রেণি-পেশার মানুষদের নিয়ে বেসরকারী মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র ‘আর্ক’ এর উদ্যোগে গোল টেবিল বৈঠক গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। নগরীর খুলশীস্থ আর্ক কমপ্লেঙে আয়োজিত বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন আর্ক’র প্রতিষ্ঠাতা পারভেজ আহমেদ। প্রতিষ্ঠানের সাইকোলজিস্ট সুরাইয়া মুকিতের সঞ্চালনায় বৈঠকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক, সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সমাজসেবক, ধর্মীয় প্রতিনিধি, পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটোয়ারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মুকুল জ্যোতি চাকমা, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, বিশিষ্ট আইনজীবী অ্যাড. জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ওসমান, চট্টগ্রাম লায়ন্স ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান লায়ন আবু নাসের রনি, ইলামার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, কনসালটেন্ট সাইকোলজিস্ট তোফা হাকিম, লাইফ কোচ বাংলাদেশ’র সিইও তানজীর আবেদীন, বিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন, পাথরঘাটা ক্যাথলিক চার্চের প্রিস্ট ফাদার লেনার্ড রিবেরু, চট্টগ্রাম দরবার শরীফ প্রতিনিধি সরোয়ার আলম মিডু, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

নন্দনকানন ক্লাব : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নন্দনকানন ক্লাবের উদ্যোগে নন্দনকানন ২ নং গলির মুখে গতকাল মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি বলেন, আধুনিক বাংলাদেশ গড়তে মাদক নির্মূল অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দনকানন ক্লাবের সামির সাকির চৌধুরী। সামির বঙের সঞ্চলনায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মনোয়ার জাহান মনি, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মো. তসলিম, পংকজ রায়, মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, শেখ রিয়াজুদ্দিন রাজু, মো. জাহেদ, মো. দেলোয়ার, সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকো, আবু তাহের রানা, কামরুল হাসান, সৈয়দ হোসেন তুষার, রুপম সরকার, নূর মুনতাসীর সোহান ও ফয়সাল কাদেরী।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার র‌্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি নিবার্হী কর্মকর্তা মো. শাহিদুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট মো. আমির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাকিরা খাতুনসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এতে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য কার্যালয়ের উপপরিদর্শক আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, শিক্ষার্থী মো. ইমন, শাহাদত ইসলাম প্রমুখ আলোচনায় অংশ নেন। এ সময় উপজেলা সমবায় কর্তকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, আনসার ভিডিপি কর্মকর্তা দেলোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মাদক সর্বগ্রাসী। এর অপব্যবহার রোধে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদের ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ ৪০৮ রানে অলআউট
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল