শঙ্খনদের চৌকিদার ফাঁড়ি এলাকায় হবে সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে ব্রিজ

প্রকল্প এলাকা পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

শঙ্খনদের চৌকিদার ফাঁড়ি এলাকায় সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু মো. মহিউদ্দীন কাদেরী। তিনি গত ২৫ জুন সরেজমিনে পরিদর্শনে এসে চন্দনাইশের দোহাজারী সদর থেকে চৌকিদার ফাঁড়ি, সাতকানিয়ার নয়াহাট থেকে শীলঘাটা পর্যন্ত সড়কও পরিদর্শন করেন।

একই সাথে তিনি দোহাজারী থেকে চৌকিদার ফাঁড়ি পর্যন্ত সড়কটি প্রশস্ত করণের ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলেন এবং ব্রীজ নির্মাণে কিভাবে ব্যয় কমানো যায় তা নিয়েও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তফাজ্জল আহমদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবনেতা ওসমান আলী ভুট্টোসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিগত ২০০১ সালে দোহাজারী লালুটিয়াতে একটি প্রকল্প উদ্বোধন করতে এসে চৌকিদার ফাঁড়ি-নয়াহাট সংযোগ স্থানে শঙ্খনদে একটি ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ওই স্থানে ব্রীজ নির্মাণের প্রক্রিয়া শুরু করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘বৃহত্তর চট্টগ্রামে উচ্চশিক্ষার দ্যুতি ছড়াচ্ছে আইআইইউসি’
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২২তম সাধারণ সভা