রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২২তম সাধারণ সভা

| সোমবার , ২৭ জুন, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২২তম সাধারণ সভা গত ২৫ জুন চট্টগ্রাম অফিসে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন, দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সভার সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বহুল কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন। দেশের দীর্ঘতম পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হলো। এর মাধ্যমে ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যুক্ত হলো দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা।

তিনি বলেন, পদ্মা সেতুর জন্য সারাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সভায় বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এর মধ্যেও দেশের উন্নয়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়
সভায় সিডিএর মাস্টার প্ল্যান (২০২০-২০৪১) বিষয়ে আলোচনা হয় এবং এবিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি নিয়ম মেনে ভবন নির্মাণ এবং ক্রেতার স্বার্থ রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন, মো. মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খনদের চৌকিদার ফাঁড়ি এলাকায় হবে সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে ব্রিজ
পরবর্তী নিবন্ধদৈনিক পূর্বদেশের প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ