পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু হাত দিয়ে খুলে ফেলার দৃশ্য ভিডিও ধারণ করে ‘টিকটক’ করে এক যুবক। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
আজ রবিবার(২৬ জুন) বায়েজিদ তালহা (৩০) নামের ওই যুবককে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনটেলিজেন্স) রেজাউল মাসুদ।
দেশের বৃহত্তম এ সেতু যান চলাচলের জন্য আজ রবিবার খুলে দেওয়ার পর সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলতে দেখা যায় ওই যুবককে। ওই ভিডিও ভাইরাল হলে কয়েক ঘণ্টার মধ্যে তাকে আটকের খবর জানায় পুলিশের বিশেষ এ ইউনিট।
সিআইডি কর্মকর্তা মাসুদ বলেন, “নাটবল্টু হাত দিয়ে খুলে ফেলছে এমন দৃশ্যে যাকে দেখা যাচ্ছে সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবক টিকটক করে ইউটিউবেও ছেড়ে দিয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।”
তার বাড়ি পটুয়াখালীতে এবং সদ্য লেখাপড়া শেষ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে জানান এই কর্মকর্তা।
‘টিকটক করার জন্য আগেই রেঞ্চ দিয়ে খুলে রেখে’ তারপর ওই যুবক হাত দিয়ে খুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন নিয়ে আলোচনা প্রসঙ্গে সিআইডি কর্মকর্তা মাসুদ তারা সব কিছুই খতিয়ে দেখছেন বলে জানান।
সেতুর আশেপাশে সিসি ক্যামেরা বা তার সঙ্গে অন্য যারা ছিলেন তাদের ব্যাপারেও খোঁজ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে তার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।”
দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনকারী দেশের দীর্ঘতম পদ্মা সেতু গতকাল শনিবার উদ্বোধনের পর আজ রবিবার যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
সকাল ছয়টায় সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরই মানুষের ঢল নামে সেতুতে। হেঁটে কাউকে উঠতে না দিলেও মোটর বাইক কিংবা গাড়ি নিয়ে উঠে অনেকেই সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলায় মেতে ওঠে। অনেকে লাইভও করছিলেন। আবার বাস থামিয়েও নেমে পড়ে যাত্রীরা। এ সুযোগে অনেকে হেঁটেও সেতু পার হয়েছেন।
তাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও পোস্ট করেন। এর মধ্যেই বায়েজিদের সেতুর রেলিংয়ের নাটবল্টু খোলার ভিডিও নজরে আসে। ছবিতে তাকে হাতে করে নাটবল্টু তুলে ধরে থাকতে দেখা যায়।