চান্দগাঁও থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

আজাদী অনলাইন | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৯:২৬ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।

চান্দগাঁও থানার অন্তগর্ত চান্দগাঁও এনএমসি আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বাবুর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কমসূর্চি পালন করা হয়।

এ সময় চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম বাবু বলেন, বাংলাদেশ সরকার পরিবেশ এবং প্রতিবেশ ঠিক রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। সেই উন্নয়নের জন্যই আমাদের এই কর্মসূচি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন কক্ষপক্ষে তিনটি করে গাছ লাগানোর, তারই ধারাবাহিকতায় আমরা এই কমসূর্চি পালন করছি।

এই বিদ্যালয় প্রাঙ্গনে আমরা লেবু, বাদাম, নিম, গাছ লাগিয়েছি। আমরা চান্দগাঁও থানা অন্তর্গত সকল বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের এই কমসূর্চি অব্যাহত রাখবো।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা ফাহিম চৌধুরী, মো. রিমন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. ইসমাইল, মো. রাসেল রাজু, মো. আইয়ুব, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো বিন নাঈম।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’ করা সেই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু