চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের উদ্যোগে ক্লাব মেম্বারদের অংশগ্রহণে চতুর্থ প্রেসিডেন্ট’স কাপ পুল টুর্নামেন্ট গত ২৩ জুন বৃহষ্পতিবার ক্লাবের পুলরুমে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় চৌধুরী মোহাম্মদ মাহ্তাব উদ্দিন ওয়ালিউল আবেদীন শাকিলকে পরাজিত করে চতুর্থ প্রেসিডেন্ট’স কাপ পুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ওয়ালিউল আবেদীন শাকিল।
এ টুর্নামেন্টে ক্লাবের ১৩ জন সদস্য যথাক্রমে ছিদ্দিক হুসাইন রনি, সাদ হোসনাইন আহম্মদ, ওয়ালিউল আবেদীন শাকিল, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, দিলদার আহম্মদ, এ.কে.এম. আবু তাহের, চৌধুরী মোহাম্মদ মাহ্তাব উদ্দিন, মোহাম্মদ আবছার মিয়া, মোহাম্মদ শাহ্্ একরাম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সৈয়দ, মো. ছাবেদুর রহমান এবং মোহাম্মদ আবু বকর সিদ্দিকী খেলায় অংশগ্রহণ করেন।
ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং খেলার বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে ক্লাবে প্রথমবারের মত ফ্যাশন-শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের সহধর্মীনি জেব-উন-নেসা চৌধুরী লিজা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন, কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম (মিরাজ), মাশফিক-উল-হাসান এবং এম. ইয়াকুব আলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ালিউল আবেদীন শাকিল। অনুষ্ঠানে আারও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যবৃন্দ ক্যাপ্টেন সাফায়েত আহম্মদ খান, বদরুর রহিম চৌধুরী, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, মো. গোলাম মোস্তফা কাঞ্চন, সুলতানুল আবেদীন চৌধুরী প্রমুখ।