কুতুবদিয়ায় লবণ মাঠের গর্তে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে লেমশীখালী বশির উল্লাহ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ওই গ্রামের নুরুল আমিনের পুত্র ফাহিম (৫) বাড়ির পাশের লবণ মাঠে খেলতে গিয়ে পানি জমে থাকা একটি গর্তে পড়ে যায়। পরে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা. মো. নেচারুল করিম শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।











