সুনামগঞ্জে বন্যার্তদের পাশে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:২৩ পূর্বাহ্ণ

আলহাজ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের নিজস্ব অর্থায়নে ও তাঁর তত্ত্বাবধানে প্রতিদিন সকালে সুনামগঞ্জের বিভিন্ন ইউনিয়নে পাঁচহাজার বন্যাকবলিত মানুষকে সম্পূর্ণ নিজস্ব বাবুর্চি ও হেলপার দ্বারা রান্না করে নৌকায় করে বানভাসি মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার বিতরণ গত শুক্রবার থেকে শুরু হয়েছে।

সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন, কাঠাইর ইউনিয়ন, মোল্লা পাড়া ইউনিয়ন ও লক্ষ্মণছড়ি ইউনিয়নে গত দুইদিন খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রম চলবে আগামী ৭দিন পর্যন্ত। এ কার্যক্রমে প্রতিদিন সার্বিক সহযোগিতা করছেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ ইউনিট ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। একই সাথে দুর্গম এলাকায় সহজে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও ত্রাণ পৌঁছে দেয়ার জন্য আধুনিক মানের ৩০ জন ধারণক্ষমতা সম্পন্ন দুটি স্পিডবোট সুনামগঞ্জ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

মনজুর আলমের পক্ষে সুনামগঞ্জ বাংলাদেশ সেনাবাহিনী ইউনিটকে দুটি স্পিড বোট হস্তান্তর করেন মোস্তফা হাকিম কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল বাদশা আলম ও মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারিবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান, মঈনুল হক, কাঠাইর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামসুল আলম, লক্ষ্মণছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় লবণ মাঠের গর্তে ডুবে শিশুর মৃত্যু