পদ্মা সেতুর উদ্বোধনীতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভা ও দোয়া মাহফিল

| রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস বলেছেন, পদ্মা সেতু দেশের অর্থনীতির জন্য অনেক বড় অর্জন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও আপসহীন মনোভাবের কারণে আজকে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি কলিম সরওয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের ধাক্কা, বাইক আরোহী নারী নিহত
পরবর্তী নিবন্ধপদ্মা পাড়ে প্রত্নতাত্ত্বিক পর্যটন সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা